তমোনাশ ঘোষকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এসবিএসটিসি কর্মীদের রক্তদান

0
714

ডেটলাইন দুর্গাপুরঃ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন  সংস্থার প্রয়াত চেয়ারম্যান তমোনাশ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এদিন ওই সংস্থার  কর্মীবৃন্দ এবং নিউ ইউরেকা ট্রাভেলস ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির ও  অ্যান্টিবডি পরীক্ষার আয়োজন করা হয়েছিল এসবিএসটিসি-র সিটি সেন্টার বাস টার্মিনাল প্রাঙ্গনে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত  শিবিরে মোট ৬০ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। এখানে থাইরোকেয়ার সংস্থা মোট ৭৫ জনের অ্যান্টিবডি পরীক্ষা করে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবাহন সংস্থার নতুন চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী। এছাড়াও ছিলেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ড. গোদালা কিরন কুমার, রক্তদান আন্দোলনের রাজ্য সম্পাদক কবি ঘোষ, ব্লাইন্ড রিলিফ সোসাইটির রঞ্জন ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী,আমাদের পরিবহন সংস্থার সম্পাদক সুব্রত সিংহ প্রমূখ। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র তুলে দেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার ইনচার্জ ডাঃ করবী কুন্ডু এবং স্মারক তুলে দেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে রাজেশ পালিত ও সুলতা দাস। শিবিরের আহ্বায়ক মধুসূদন দত্ত সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টীমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here