বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য

0
1416

আজ সরস্বতী পুজো ৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ সকাল থেকেই ঘরে ঘরে বেজে উঠেছে শঙ্খ ও উলুর ধ্বনি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাড়ি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,পাড়ার ক্লাবে ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে দেবী সরস্বতীর পুজো করা হয়। একদিকে যেমন পুজো উপলক্ষে শীতকে উপেক্ষা করে কার্যত ভক্তি স্বরুপ সরস্বতীর পুজোতে ব্যাস্ত পাড়ায় পাড়ায় আট থেকে আশি সকলে।

অন্য দিকে ব্যাস্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল কলেজের পড়ুয়ারা,সকাল থেকে বন্ধুদের সঙ্গে একজোট হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের সরস্বতী পূজার পাশাপাশি অন্যান্য স্কুল কলেজে ঘুরেবেড়ানো আড্ডা দেওয়া। দুপুরবেলা বাড়ির খাবারের থেকে বরং স্কুলের খাবারই সেরা। কিংবা শুধুই ফুটপাতের খাবার। আজ পড়াশোনা থেকে মুক্তির পাশাপাশি প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ বাঙালি সাজে একটু সেজে নেওয়া কারণ আজ যে সরস্বতী পুজো। আজকের দিনটা শুধুই তাদের। আজকের দিনটা খুব মনে পড়ে সেই সমস্ত মানুষেরও যারা স্কুল কলেজ পার করে নিজ নিজ কর্ম জীবনে লিপ্ত হয়ে পড়েছে কারণ কত স্মৃতি না লুকিয়ে রয়েছে তাদের অতীত জীবনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here