বিজেপিতে গেলেন শঙ্কুদেব ও বিশ্বজিৎ

0
825

ডেটলাইন দিল্লিঃ বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পণ্ডা।  শুধু তিনি নন, আজ দিল্লিতে এক অনুষ্ঠানে তার সঙ্গেই বিজেপিতে যোগদান করলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত,২০১৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ। যদিও তিনি সেবার কংগ্রেসের বহু অভিজ্ঞ প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজয় মাকেনের কাছে হেরে যান। বছর চল্লিশের শঙ্কুদেব পণ্ডা ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাম আমলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কংগ্রেস শিবিরে থেকে তাঁর ছাত্র রাজনীতি করা সেসময় তাকে বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল। যার সুবাদে পরবর্তী সময়ে শঙ্কুদেবকে ছাত্র পরিষদের গুরুরত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত শেষ পর্যন্ত তার গায়েও লাগে সারদা কেলেঙ্কারীর আঁচ। একাধিকবার সিবিআই তাকে জেরা করে। অবশেষে তিনি তৃণমূলের থেকে দীর্ঘদিন সরে ছিলেন এবং সিনেমা পরিচালনায় নামেন। এদিন দিল্লিতে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here