ডেটলাইন দুর্গাপুরঃ লক ডাউনের চতুর্থ পর্বে প্রবেশ করেছি আমরা। এর মধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সরকারছাড় দেওয়ায় রাস্তায় যানবাহন ও মানুষজন দেখা যাচ্ছে।তবে আগের মতো স্বাভাবিক কাজকর্ম কবে শুরু হবে তাকেউ জানে না। এখন দিন মজুর ও বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের প্রচুর মানুষ কর্মহীন হয়ে আছেন। এই সব পরিবারগুলি রীতিমতো আর্থিক সমস্যায় রয়েছে।তাদের হয়তো বিভিন্ন সংস্থা থেকে চাল আটা আলু দেওয়া হয়েছে কিন্ত অনেকেরই রান্না করে খাওয়ার মতো অবস্থানেই। সেই সব পরিবার গুলির পাশে দাঁড়িয়েছে সাগরভাঙ্গা সচেতন কমিটির সদস্যরা।এদিন দুপুরে সাড়ে চারশো জন দুস্থ মানুষের খাবারের বেবস্থা করেছিল তারা। কমিটির সভাপতি উদয় চ্যাটার্জী এবং অন্নান্য সদস্যদের উপস্থিতিতে পরিবার গুলিকে রান্না করা খাবার দেওয়া হয়। ইতিমধ্যে রান্না করা খাবার বিগত তিন দিনে তিনশো দুস্থ মানুষকে তারা সরবরাহ করেছেন বলে জানান সমিতির সভাপতি উদয় চ্যাটার্জী।আগামীদিন গুলিতেও তাদের এই উদ্যোগ চলবে বলে জানিয়েছেন সমিতির সদস্যরা। এই প্রতিকূল পরিস্থিতিতে রান্না করা খাবার পেয়ে খুশি এলাকার দুস্থপরিবার গুলিও।