ট্রাক চালকদের নিয়ে সচেতনতা শিবির দুর্গাপুর ট্রাফিক পুলিশের

0
1184

ডেটলাইন দুর্গাপুরঃ ভরা ভোটবাজারে এখন চূড়ান্ত ব্যস্ত পুলিশ প্রশাসন। প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলি রাস্তায় প্রচারে নামছে আর সেখানে পথ নিরাপত্তার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে ট্রাফিক পুলিশকর্মীদের। সেই সঙ্গে ভিআইপি নেতাদের আগমনেও নিরাপত্তার কাজে প্রায় দিনই দীর্ঘক্ষন কেটে যাচ্ছে তাদের। কিন্তু সেই চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী পালনের কাজে নামতে দেখা গেল দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশকে।

গতকাল তাদের উদ্যোগে সাগরভাঙা জোনাল সেন্টার ট্রাক টার্মিনালে ট্রাক ও লরি চালকদের জন্য পথ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,২৯ নং ওয়ার্ডের কাউন্সিলার সুনীল চ্যাটার্জী,ট্রাফিক ইন্সপেক্টর তারকনাথ মল্লিক,ওসি ট্রাফিক মহম্মদ ই লাল হোসেন,এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জয় প্রকাশ ওঝা,রবীন্দ্রনাথ নায়েক প্রমূখ। সভায় চন্দ্রশেখরবাবু লরি চালকদের সচেতন করে জানান,দুর্ঘটনা কখনই কারোর কাছে কাম্য নয়। একটু সচেতন থাকলেই আমরা দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারি। তিনি বলেন,নির্দিষ্ট জায়গায় ট্রাক যেমন রাখা দরকার তেমনই ওভারলোডিংয়ের কারনেও দুর্ঘটনা ঘটে থাকে। সেদিকে যেন লক্ষ্য রাখেন ট্রাক চালকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here