ডেটলাইন দুর্গাপুরঃ সেভ ড্রাইভ সেভ লাইফ এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক আইন সম্পর্কে গাড়ি চালকদের সচেতন করার একটি কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচীর মূল মন্ত্র ছিল – সাবধানে গাড়ি চালাও। ট্রাফিক আইন মেনে চলো। প্রসঙ্গত, এখন শীতের সময়। রাত এবং সকালে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। খুব কাছের মানুষজন ও গাড়িও অনেক সময় দেখতে না পেয়ে দুর্ঘটনা ঘটে যায়। তাই এদিন মুচিপাড়া মোড়ে আয়োজিত এই পথ নিরাপত্তা কর্মসূচীতে বাস,ট্রাক চালকদের পাশাপাশি দুচাকার চালকদেরও নানাভাবে সতর্ক করা হয়। কুয়াশা যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সেবিষয়ে চালকদের বিশেষ সচেতন করেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। প্রসঙ্গত,এমনিতেই দূরপাল্লার বাস ও ট্রাক চালকরা যাতে রাস্তায় ঘুমিয়ে না পরেন, তার জন্য বিভিন্ন রাস্তায় পুলিশের পক্ষ থেকে তাদের চা ও জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধু বাদ জানিয়ে দূরপাল্লার গাড়ি চালকরা জানিয়েছেন, রাস্তার মাঝে চা ও জল পান করার ফলে তারা অনেকটাই চাঙ্গা হয়ে ফের গাড়ি চালানোর শক্তি পান। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্রাফিক ওসি ইলাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর সন্তোষ সিং, অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর পরিতোষ মাহাতো এবং অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর শিব শঙ্কর সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা।