ডেটলাইন ওয়েব ডেস্কঃ এই প্রথম বলিউড শায়েনশা অমিতাভ বচ্চনের কোন ছবি ডিজিটাল ফ্ল্যাটফর্মে মুক্তি পেল। এ বছরই তাঁর অভিনয় জীবনের ৫১ বছর পূর্ণ হচ্ছে। আর সেই স্মরণীয় মূহূর্তেই তাঁর অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’ মুক্তি পেল। তবে প্রথা মতো কোন সিনেমা হলে নয়, এই ছবি দেখা যাবে ডিজিটাল ফ্ল্যাটফর্মে। এদিক থেকে এটা ভারতীয় সিনেমা জগতে এক উল্লেখযোগ্য ঘটনা। বহুদিন আগে নয়া লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ। এই ছবিতে অমিতাভকে দেখে যেন চেনাই যাচ্ছে না। প্রস্থেটিক মেক আপে তাঁর লুক একেবারেই অন্য রকম। ছবির কাহিনী মূলত বাড়ির ভাড়াটে ও মালিককে কেন্দ্র করে। তাদের নিয়ে নানা ঘটনা এই ছবিতে এক বিশেষ মাত্রা দিয়েছে। ছবিতে মির্জার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। এই প্রথমবার অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানাকে একসঙ্গে দেখা যাবে। ‘গুলাবো সিতাবো’ ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার। যিনি এর আগেও ভিকি ডোনার, পিঙ্কের মতো আরও কয়েকটি ভালো ছবি তৈরী করেছেন। অভিনয় জীবনের ৫১ বছর পেরিয়ে আবার নতুন কিছু অভিজ্ঞতার মুখোমুখি অমিতাভ বচ্চন। সুজিত সরকার পরিচালিত, অমিতাভ, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ ছবিটি মুক্তি পেতে চলেছে ডিজিটাল অনলাইনে। গত এপ্রিলে ছবি মুক্তির কথা থাকলেও লকডাউনের জন্য তা আটকে যায়। কিন্তু ছবিটি আরও পিছোতে নারাজ পরিচালক এটাকে অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেন।গুলাবো সিতাবো–র ডিজিটাল মুক্তি অ্যামাজন প্রাইমে হচ্ছে সারা বিশ্বের ২০০টি দেশে। এই ছবিতে অমিতাভ এক বৃদ্ধ বাড়িওয়ালা গুলাবো এবং আয়ুষ্মান তাঁর ভাড়াটে সিতাবোর ভূমিকায় অভিনয় করেছেন। শুধু ‘গুলাবো সিতাবো’–ই নয় আরেকটি ছবি ‘ঘুমকেতু’–রও ডিজিটাল মুক্তি হতে চলেছে জি৫–এ। ওই ছবিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং ক্যামিও রোলে আছেন অমিতাভ।