ডেটলাইন দুর্গাপুরঃ সরকার ও নানা সমাজসেবা সংস্থার পক্ষ থেকে সারা বছরই সড়ক দুর্ঘটনা এড়াতে চলছে সতর্কতামূলক প্রচার। রাস্তায় গাড়ির গতি লক্ষ্য করার জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাতে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রন করা সহজ হচ্ছে না। আজ দুপুরের দিকে ২ নম্বর জাতীয় সড়কে ভিড়িঙ্গির কাছে দুর্ঘটনা সেকথাই মনে করিয়ে দিল। শুধু গতি নয়,মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ল একটি মারতি গাড়ি। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সামনের কাচ ভেঙে চালক গাড়ির বাইরে রাস্তায় ছিটকে পড়ে বলে স্থানীয় লোকজনের দাবি। ঘটনার পরেই সেখানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এবং ডিসি (পুর্ব) অভিষেক মোদী। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে,গাড়িতে তিনজন যুবক ছিল। এরা হল মামড়ার বাসিন্দা সংগ্রাম চক্রবর্তী(২৫)। অনিলকুমার যাদব(২৬) তার বাড়ি ইস্পাতনগরী এজোনের সেকেন্ডারী রোডে এবং নয়ন দে(২৪) তার বাড়ি অমরাবতীতে। সংগ্রামই গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। চার চাকার ঐ গাড়িটি আসানসোলের দিকে যাওয়ার সময় ভিড়িঙ্গির কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে পাশের রেলিংয়ে তীব্র গতিতে ধাক্কা মেরে উলটে যায়। গাড়ির ভেতরে একাধিক মদের বোতল পাওয়া গেছে। তার থেকেই অনুমান চালক ও দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিল। যার জেরে এই দুর্ঘটনা।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...