জাতীয় সড়কে ফের গতির শিকার-১,গুরুতর জখম-২

0
1093

ডেটলাইন দুর্গাপুরঃ সরকার ও নানা সমাজসেবা সংস্থার পক্ষ থেকে সারা বছরই সড়ক দুর্ঘটনা এড়াতে চলছে সতর্কতামূলক প্রচার। রাস্তায় গাড়ির গতি লক্ষ্য করার জন্য বিশেষ মেশিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাতে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রন করা সহজ হচ্ছে না। আজ দুপুরের দিকে ২ নম্বর জাতীয় সড়কে ভিড়িঙ্গির কাছে দুর্ঘটনা সেকথাই মনে করিয়ে দিল। শুধু গতি নয়,মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ল একটি মারতি গাড়ি। নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সামনের কাচ ভেঙে চালক গাড়ির বাইরে রাস্তায় ছিটকে পড়ে বলে স্থানীয় লোকজনের দাবি। ঘটনার পরেই সেখানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এবং ডিসি (পুর্ব) অভিষেক মোদী। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে,গাড়িতে তিনজন যুবক ছিল। এরা হল মামড়ার বাসিন্দা সংগ্রাম চক্রবর্তী(২৫)। অনিলকুমার যাদব(২৬) তার বাড়ি ইস্পাতনগরী এজোনের সেকেন্ডারী রোডে এবং নয়ন দে(২৪) তার বাড়ি অমরাবতীতে। সংগ্রামই গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। চার চাকার ঐ গাড়িটি আসানসোলের দিকে যাওয়ার সময় ভিড়িঙ্গির কাছে আসতেই নিয়ন্ত্রন হারিয়ে পাশের রেলিংয়ে তীব্র গতিতে ধাক্কা মেরে উলটে যায়। গাড়ির ভেতরে একাধিক মদের বোতল পাওয়া গেছে। তার থেকেই অনুমান চালক ও দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিল। যার জেরে এই দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here