শোকের মধ্যেই শোক, প্রয়াত ঋষি কাপুর

0
859

ডেটলাইন ওয়েব ডেস্কঃ শোকের আবহের মধ্যেই আবার শোক। গতকালই বলিউডকে কাঁদিয়ে চলে গেছেন ইরফান খান। সেই শোক সামলে ওঠার আগেই আজ প্রয়াত হলেন প্রবীন অভিনেতা ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই বলিউডের দুই তারকার প্রয়াণে ভারতীয় সিনেমা জগত রীতিমত শোকস্তব্ধ। ঋষি কাপুরকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। ভাই ঋষির অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছিলেন দাদা রণধীর কাপুর। বুধবার রাতে ঋষির দাদা রণধীর কাপুর একটি টুইটে বলেছিলেন, ‘‌হাসপাতালে রয়েছে ঋষি। ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। শ্বাসকষ্টও রয়েছে।’‌  এদিন তিনি টুইট করেন, ‘‌মারা গেল ঋষি।’‌ ঋষি কাপুরের পরিবারের তরফে আবেদন করা হয়েছে,  লকডাউনের নিয়ম মেনেই সবাই যেন প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান।উল্লেখ্য,২০১৮ থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। চিকিৎসার জন্য দীর্ঘদিন নিউইয়র্ক ছিলেন। এরপর বেশ খানিকটা সুস্থ হয়ে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের ছবিতে হাতেখড়ি হয়েছিল মাত্র ৩ বছর বয়সে। ‘‌শ্রী ৪২০’‌ ছবিতে অভিনয় করেছিলেন। ‘‌মেরা নাম জোকার’‌, ‘‌ববি’‌ ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন ঋষি। ১৯৭০ থেকে ৯০ পর্যন্ত বলিউডের এক অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন তিনি।‘‌অমর আকবর অ্যান্টনি’‌, ‘‌কুলি’‌, ‘‌চাঁদনি’‌, ‘‌কর্জ’‌ একের পর এক তাঁর ছবি দর্শকদের মন জয় করেছে। এছাড়াও ‘‌অগ্নিপথ’‌ ও ‘‌মুল্ক’‌  ছবিতে  অসাধারন অভিনয় করেছিলেন এই নায়ক। এক অসাধারন রোম্যান্টিক অভিনেতা হিসেবে ঋষি কাপুরকে মনে রাখবে দর্শকরা। তাঁর মৃত্যুতে  স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছে বলিউড, সঙ্গে তাঁর অসংখ্য অনুরাগীও। ঋষি রেখে গেলেন স্ত্রী নীতু,ছেলে রণবীর ও কন্যা ঋদ্ধিমাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here