ডেটলাইন দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে সৃজনীতে প্রশাসনিক বৈঠক করতে এসে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন আদিবাসীদের নিয়ে যেন উৎসব করা হয়। তাদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের উৎসব করার কথা বলেছেন। সেই নির্দেশ মেনেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ পলাশডিহা ময়দানে আয়োজন করা হয়েছিল রাঙামাটি খেলা উৎসবের। দুর্গাপুর থানা, নিউটাউনশিপ থানা ও কোকওভেন থানার পরিচালনায় আদিবাসী মেয়েদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে কমলপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আদিবাসী স্পোটিং ক্লাব। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি অভিষেক মোদি সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। দুই দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার ও প্রদান করা হয়। অনুষ্ঠানে ১০০জন ছাত্র ছাত্রীকে স্কুলের ব্যাগ, ৮০০জন বয়স্ক মানুষকে বস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ১০০ জনকে শাড়ি উপহার দেওয়া হয়। উল্লেখ্য,এই একই উৎসব আগামী দিনে আলাদাভাবে নিউটাউনশিপ থানা ও কোকওভেন থানার পরিচালনায় আয়োজিত হবে। তবে এদিনের অনুষ্ঠানটির মূল দায়িত্বে ছিল দুর্গাপুর থানা। তাদের সুচারু পরিচালনায় অনুষ্ঠানটি সফল হয়েছে। এই দিন দুপুরে আদিবাসীদের সঙ্গে পুলিশ কর্তারাও খিচুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন করেন। সব মিলিয়ে এই দিন পলাশডিহা ময়দান বাস্তবিকই উৎসবের মেজাজে পরিনত হয়েছিল।
Latest article
৪ মহিলা সহ ৫ গাঁজা পাচারকারী কোক ওভেন পুলিশের জালে
ডেটলাইন দুর্গাপুর: আগেও একাধিকবার গাঁজা পাচারকারীদের ধরেছে কোক ওভেন থানা পুলিশ। তবে এবার চারজন মহিলা সহ আন্ত: রাজ্য গাঁজা পাচার চক্রের মোট...
সারা বিশ্বে মহরমের দিন থেকেই ইসলামিক নববর্ষ শুরু হয়
ডেটলাইন ডেস্ক,৬ জুলাইঃ বিশ্ব জুড়ে বেশ ধূমধাম করেই পালিত হয় ইংরাজী নববর্ষ ১ লা জানুয়ারী। এই নববর্ষ উদযাপনের সাথে সকলেই পরিচিত। এছাড়াও...
মুচিপাড়া ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা কর্মসূচি দুর্গাপুরে
ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ...