ডেটলাইন দিল্লিঃ কলকাতা পুলিশ কমিশনার রাজীবকুমারকে অবশ্যই সিবিআইয়ের সামনে হাজির হতে হবে। তবে এখনই তাকে গ্রেফতার করা যাবে না। আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। বলা যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল কেন্দ্র এবং সিবিআই। শীর্ষ আদালতের আরও নির্দেশ, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ তারিখ। তার আগে আগামী ২০ তারিখ রাজীব কুমারকে সশরীরে হাজিরা দিতে হবে সিবিআই–এর সামনে। নিরপেক্ষ জায়গা হিসেবে মোঘালয়ের শিলংকে বেছে নেওয়া হয়েছে।কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, তারা কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেবে তিনি যেন তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করেন। আদালত অবমাননার বিষয়টি পরে ভাবা যাবে। রাজ্যের হয়ে সওয়ালে অভিষেক মনু সিংভি বলেন, ‘এটা হেনস্থা করে ফায়দা তোলার চেষ্টা। গত পাঁচ বছরে কোনও এফআইআর হয়নি। রাজীব কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২০১ ধারায় কোনও এফআইআরও নেই।’ রাজীব কুমার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মেয়ো রোডের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে।‘ অন্যদিকে এই রায়কে তাদের নৈতিক জয় বলেই দাবি করেছেন কেন্দ্রের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন,’আদালত অবমাননার দায়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ অফিসারদের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়। আপাতদৃষ্টিতে নৈতিক জয় সিবিআইয়েরই।‘
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














