ডেটলাইন দিল্লিঃ কলকাতা পুলিশ কমিশনার রাজীবকুমারকে অবশ্যই সিবিআইয়ের সামনে হাজির হতে হবে। তবে এখনই তাকে গ্রেফতার করা যাবে না। আজ এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। বলা যায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল কেন্দ্র এবং সিবিআই। শীর্ষ আদালতের আরও নির্দেশ, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ তারিখ। তার আগে আগামী ২০ তারিখ রাজীব কুমারকে সশরীরে হাজিরা দিতে হবে সিবিআই–এর সামনে। নিরপেক্ষ জায়গা হিসেবে মোঘালয়ের শিলংকে বেছে নেওয়া হয়েছে।কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, তারা কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দেবে তিনি যেন তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করেন। আদালত অবমাননার বিষয়টি পরে ভাবা যাবে। রাজ্যের হয়ে সওয়ালে অভিষেক মনু সিংভি বলেন, ‘এটা হেনস্থা করে ফায়দা তোলার চেষ্টা। গত পাঁচ বছরে কোনও এফআইআর হয়নি। রাজীব কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২০১ ধারায় কোনও এফআইআরও নেই।’ রাজীব কুমার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে নৈতিক জয় হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মেয়ো রোডের ধরনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে।‘ অন্যদিকে এই রায়কে তাদের নৈতিক জয় বলেই দাবি করেছেন কেন্দ্রের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন,’আদালত অবমাননার দায়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ অফিসারদের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়। আপাতদৃষ্টিতে নৈতিক জয় সিবিআইয়েরই।‘
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...