অবশেষে বর্ষার বৃষ্টিতে স্বস্তিতে শহরবাসী

0
801

ডেটলাইন দুর্গাপুরঃ শেষ পর্যন্ত প্রচন্ড গরমে নাজেহাল অবস্থার থেকে কিছুটা হলেও রেহাই মিলল শহরবাসীর। গতকাল রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টি নামে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শহর দুর্গাপুরেও শুরু হয় বর্ষার বহু প্রতিক্ষিত বৃষ্টি। সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই শহরবাসীর ঘুম ভাঙতে কিছুটা দেরি হয়। ফলে অফিস আদালতে ও কর্মস্থলে যেতে অনেকেরই বিলম্ব ঘটে। দোকানপাটও খোলে বেশ দেরি করে। বৃষ্টির কারনে সকালের দিকে বেশ ফাঁকা ছিল দুর্গাপুর স্টেশন,বাসস্ট্যান্ড ও বাজার এলাকা। দুর্গাপুরসহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হুগলি, নদিয়া, হাওড়া, দুই ২৪ পরগনা সহ সর্বত্র কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হয়েছে।  বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার ফলেই এই বৃষ্টি বলে আবহাওয়া দফতরের খবর। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১–৯২ শতাংশের মধ্যে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here