যথাযোগ্য মর্যাদায় পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী

0
816

ডেটলাইন দুর্গাপুরঃ আজ ২৫ বৈশাখ। বিশ্ব বাঙালির কাছে এই দিনটি বিশেষভাবেই স্মরণীয় ও বরণীয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই সরকারী ও বেসরকারী উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলায় জেলায় দেখা গেছে সকাল শুরু হতেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়,তার মাধ্যমেই এবারের বিশ্বকবির শুভ জন্মদিন পালনের সূচনা হয়। দুর্গাপুর মহকুমা তথ্যকেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবির প্রতিকৃতিতে মালা দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। বিভিন্ন শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। একই সঙ্গে ছিল আবৃত্তি ও রবীন্দ্র আলোচনা। আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। অন্য জেলাগুলির সঙ্গেই পশ্চিম বর্ধমান জেলার সর্বত্রই বিভিন্ন ক্লাব ও সংগঠনের তরফে রবি ঠাকুরের জন্মদিন পালনের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here