ডেটলাইন ওয়েব ডেস্কঃ কেন্দ্রের বিরুদ্ধে যতই বঞ্চনার অভিযোগ করুন না কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কেন্দ্রেরই এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে বাংলার এক উল্লেখযোগ্য সাফল্যের কথা। সেটা হল দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে বাংলার সাফল্য। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে ২০১২-১৩ সালের তুলনায় ২০১৭-১৮ সালে দারিদ্রের হার সবচেয়ে কম পশ্চিমবঙ্গে। কেন্দ্রের এই রিপোর্টের কথা জানতে পেরে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই তথ্য কেন্দ্রের পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের (এনএসও)। সরকারী আধিকারিকদের মতে, মুখ্যমন্ত্রী রাজ্যের গরীব মানুষদের কথা ভেবে খাদ্যসাথী,স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রীর মতো বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সেগুলি থেকে মানুষ অনেকটাই সহায়তা পাচ্ছেন। সেকারনেই রাজ্যে দারিদ্রতা কমতে শুরু করেছে।