ডেটলাইন দুর্গাপুর,২১ সেপ্টেম্বরঃ দেশ কে দূষণ মুক্ত করতে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার স্বচ্ছতার উপর বিশেষ জোর দিয়েছে। এই লক্ষ্যে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। যার অন্যতম হল ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচী পালন। বায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধ করার বার্তা নিয়ে সার্বিক জনসচেতনতা গড়ে তুলতেই গত ১৭ সেপ্টেম্বর থেকে ‘স্বচ্ছতাই সেবা’ পক্ষকাল উদযাপন করা হচ্ছে। এই কর্মসূচী চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় দুর্গাপুর শহরের ৪টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এদিন একযোগে প্রচার অভিযান করা হয়। ভিড়িঙ্গী মোড়,গান্ধী মোড়,ডিএমসি মোড় এবং মুচিপাড়া মোড় এ এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে সুদৃশ্য ফেস্টুন,প্লাকার্ড ও মাইক সহযোগে বায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধে জনসতেনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচার অভিযান করা হয়। দুর্গাপুর ট্রাফিক গার্ড ও মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করা হয়।