ডেটলাইন নিউজ ডেস্কঃ আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯ তম জন্মদিন ৷ এদিন সকাল থেকেই দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এদিন সকালেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফে থেকেও মুখ্যমন্ত্রীর সেই সৌজন্য বার্তার জবাব মিলেছে। এদিকে আজই মমতা দিল্লি রওনা হয়েছেন। জানা গেছে, দিল্লিতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। মোদির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তার মধ্যে৷ আজ দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি। উল্লেখ্য, আজ তিনদিনের জন্য দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...