মোদির জন্মদিনে দিদির শুভেচ্ছা

0
794

ডেটলাইন নিউজ ডেস্কঃ আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯ তম জন্মদিন ৷ এদিন সকাল থেকেই দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এদিন সকালেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফে থেকেও মুখ্যমন্ত্রীর সেই সৌজন্য বার্তার জবাব মিলেছে। এদিকে আজই মমতা দিল্লি রওনা হয়েছেন। জানা গেছে, দিল্লিতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। মোদির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তার মধ্যে৷ আজ দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,রাজ্যের টাকা বকেয়া রয়েছে, তাই দিল্লি যাচ্ছি। উল্লেখ্য, আজ তিনদিনের জন্য দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here