ভিতরে বোমা থাকা আনারস খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু গর্ভ বতী হাতি,ধিক শয়তানী মানসিকতার

0
810

ডেটলাইন ওয়েব ডেস্ক: একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে পৃথিবীর উপর। বাড়ছে মৃত্যু বাড়ছে মানুষের দুর্ভোগ। এবার করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করে বিশ্ববাসীর কাছে ত্রাসের সঞ্চার করেছে। ইতিমধ্যে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ্য ছুঁই ছুঁই। করোনা মোকাবিলায় লক ডাউনের জেরে আজ মানুষের স্বাভাবিক জীবন লন্ড ভন্ড ও ছন্দহীন হয়ে পড়েছে। প্রবীণদের অনেকেই বলছেন,এসবই নাকি মানুষের পাপের ফল। সেটা কতটা ঠিক বা বেঠিক তা নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু কেরালার তিরুবন্টপুরমে যে মর্মান্তিক ঘটনা ঘটাল কিছু পশুর অধম মানুষ তাতে হয় তো প্রবীণদের মানুষের পাপের ফল কথাটা ঠিক বলে মনে হতেই পারে। একটি গর্ভ বতী হাতি দলছুট হয়ে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে ছিল। সেটাই ছিল হাতিটির অপরাধ। তাই কিছু মানুষ(?) তাকে শায়েস্তা করতে একটি আনারসের মধ্যে বোমা ঢুকিয়ে খেতে দেয় জীব জগতের এক অপরূপ সৃষ্টি এই ঐরাবৎকে। ক্ষুধার্ত হাতি সেই আনারস সরল মনেই খেতে শুরু করে। আর তারপরেই মুখের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটে হাতির মুখ ক্ষত বিক্ষত হয়ে পড়ে। যন্ত্রণার চোটে সে দৌড়ে কাছেই একটি নদীর জলে মুখ ঢুকিয়ে নিজেকে ও গর্ভে থাকা বাচ্চাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত মারা যায় সে। লজ্জা লাগে যে এই মর্মান্তিক কাজটি করেছে কিছু মানুষ। এক বনকর্মীরা সৌজন্যে এই খবর ভাইরাল হলে সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। দাবি উঠেছে ওই মানুষ রুপী জনোয়ারদের অবিলম্বে শাস্তি দেওয়ার। ধিক..ধিক… এমন শয়তানি মানসিকতার। আমরাও লজ্জিত কিছু মানুষের এই জঘন্য কাজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here