ডেটলাইন দুর্গাপুরঃ শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়,একই সঙ্গে সামাজিক নানা কাজেও যে পুলিশ কর্মীরা নিজেদের নিয়োজিত রাখেন তারই এক প্রমান পাওয়া গেল এক স্বেচ্ছা রক্তদানের শিবিরে তাঁদের সক্রিয় অংশ গ্রহনে।অন্ডাল জিআরপি থানার উদ্যোগে এবং দুর্গাপুর জিআরপির তত্ত্বাবধানে দুর্গাপুর রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম চত্ত্বরে আয়োজিত এক রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদান করেছেন। পুলিশ কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষও শিবিরে এসে রক্তদান করেছেন। শিবির পরিচালনায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এই শিবিরের রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। ফোরামের পক্ষ থেকে সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানানো হয়।