সীমান্ত-সতর্কতা নিয়ে পুলিশের বৈঠক দুর্গাপুরে

0
824

ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। পাশাপাশি নির্বাচন কমিশনও সুষ্ঠভাবে ভোট করতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে।এই অবস্থায় ভোটপর্ব নির্বিঘ্নে পার করার জন্য নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসনও। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার ও ঝাড়খন্ডের একাধিক জেলার সীমান্ত নিরাপত্তা নিয়ে তাই ভোটের আগেই একদফা বৈঠক সেরে নিলেন তিন রাজ্যের পদস্থ পুলিশকর্তারা। পুরসভা নির্বাচনের সময় বহিরাগতরা দুর্গাপুরে এসে অশান্তি করেছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও বিভিন্ন সময় বিহার ও ঝাড়খন্ড থেকে দুষ্কৃতীরা আসানসোল ও দুর্গাপুরে এসে নানা অপরাধমূলক কাজ করে বলেও অভিযোগ। লোকসভা নির্বাচনের সময়ও সেই ধরনের ঘটনা ঘটতে পারে বলে শাসক দলের আশঙ্কা। এই প্রেক্ষিতে আজ ঝাড়খন্ড ও বিহারের শীর্ষ পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করলেন এরাজ্যের আইজি(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা। দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে এরাজ্যের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বীরভূম জেলার পুলিশ সুপাররাও ছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা যাতে এরাজ্যে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি সূত্রে জানা গেছে,সীমান্ত এলাকায় প্রায় ৩০ জন উগ্রবাদি এবং তিনশোর বেশী দাগী অপরাধী রয়েছে। তাদের সম্পর্কে যেসব তথ্য পুলিশের কাছে আছে তার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ভোটের আগেই এদের নিজেদের হেফাজতে নেওয়ার বিষয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে এখন থেকেই জোরদার নাকাচেকিং শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here