ডেটলাইন দুর্গাপুরঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলিও তৎপর হয়ে উঠছে। কেন্দ্রের শাসক দল বিজেপি ভোট প্রচারের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় রথযাত্রার কর্মসূচী নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার মাঝেই জনসভা করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, রাজ্যের চার জায়গায় তিনি জনসভা করবেন। বিজেপি সূত্রের খবর, রথযাত্রা চলাকালীন রাজ্যের যে চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে প্রথম জনসভাটি রয়েছে দুর্গাপুরে। এখনও পর্যন্ত জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। তবে কোথায় এবং কখন তা জানা যায়নি। দুর্গাপুরে জনসভা ছাড়াও ২৮ ডিসেম্বর মালদহে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শেষ জনসভাটি ১১ জানুয়ারি কৃষ্ণনগরে হবে বলে জানা গেছে।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














