দুর্গাপুরে সভা করতে আসছেন নরেন্দ্র মোদি

0
1015

ডেটলাইন দুর্গাপুরঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলিও তৎপর হয়ে উঠছে। কেন্দ্রের শাসক দল বিজেপি ভোট প্রচারের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় রথযাত্রার কর্মসূচী নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার মাঝেই জনসভা করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, রাজ্যের চার জায়গায় তিনি জনসভা করবেন। বিজেপি সূত্রের খবর, রথযাত্রা চলাকালীন রাজ্যের যে চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে প্রথম জনসভাটি রয়েছে দুর্গাপুরে। এখনও পর্যন্ত জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। তবে কোথায় এবং কখন তা জানা যায়নি। দুর্গাপুরে জনসভা ছাড়াও ২৮ ডিসেম্বর মালদহে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। শেষ জনসভাটি ১১ জানুয়ারি কৃষ্ণনগরে হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here