অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী

0
27

ডেটলাইন দুর্গাপুর,১৮ জুলাই: অনুপ্রবেশকারী নিয়ে দুর্গাপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এখানে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ফন্দি এঁটেছে। অনুপ্রবেশকারীদের দেশে কোনও জায়গা নেই। যে ভারতের নাগরিক নয়, বেআইনি অনুপ্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে। এটা মোদির গ্যারান্টি।” রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শিক্ষা,স্বাস্থ্য, প্রশাসন সহ বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা করেন মোদি। এমনকি আর জি কর এবং কসবা কাণ্ড নিয়েও তিনি এই রাজ্যের শাসক দল কে আক্রমণ করেছেন। তিনি আবেদন করেছেন, বাংলার মানুষ যেন একবার বিজেপি কে সুযোগ দেয়। তাহলে বাংলা সব দিক থেকে এগিয়ে যাবে এবং বাংলার হৃত গৌরব পুনরায় ফিরে আসবে। এর আগে তিনি নেহেরু স্টেডিয়ামে সরকারি সভা থেকে ৫ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সাতটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর-কলকাতা ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ১৯৫০ কোটি ব্যয়ে ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। এছাড়াও ১৫৪৭ কোটি ব্যয়ে রঘুনাথপুর-মেজিয়া DVC তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রন প্রকল্পের শিলান্যাস। এছাড়াও রেল ও সড়কপথের বেশ কিছু প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মোদির দাবি, এই সব প্রকল্প বাংলায় উন্নয়নের নয়া দিগন্ত খুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here