মহিলাযাত্রীদের নিরাপত্তায় আরও উন্নত ব্যবস্থা করছে রেল

0
954

ডেটলাইন নয়াদিল্লিঃ উত্তর পূর্ব রেলের প্রধান পিআরও সঞ্জয় যাদব  পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,মহিলাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ট্রেনের বিভিন্ন কামরায় প্যানিক বাটন এর ব্যবস্থা করতে চলেছে রেল। এই প্যানিক বাটনটি গার্ডের কামরার সঙ্গে যুক্ত করা থাকবে। মহিলাদের সুবিধা মতো জায়গায় সুইচটি থাকবে, যাতে তারা বিপদে পড়লেই বাটনটি ব্যবহার করতে পারেন। এই বাটন বিপদ সংকেত বাজিয়ে দেবে৷ ফলে ট্রেনে উপস্থিত রেলের স্টাফ ওই সংকেত অনুসরণ করে নির্দিষ্ট কামরায় তাড়াতাড়ি পৌঁছতে পারবেন৷  তিনি আরও জানিয়েছেন, মহিলা যাত্রীদের নিরাপত্তা আরো জোরদার করতে রাতের ট্রেনে মহিলা পুলিশের পাশাপাশি ট্রেনের কামরায় এই ‘প্যানিক বাটন’ এর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য,এখনও পর্যন্ত কোন বিপদজনক  পরিস্থিতিতে পড়লে হেল্পলাইন নাম্বারে কল বা এসএমএস করে অথবা ট্রেনের কামরায় থাকা চেন টেনেই মহিলাদের অপেক্ষা করতে হত৷ এবার এই প্যানিক বাটন আরও তাড়াতাড়ি তাদের সাহায্য করতে পারবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here