ডেটলাইন দুর্গাপুরঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের। অসুস্থ হয়ে তিনি দীর্ঘ প্রায় এক মাস দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষের দিকে তিনি কোমায় চলে যান। শেষ পর্যন্ত ২৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে কোভিড যুদ্ধে হেরে যান। এক সময়ে খনি এলাকা উখড়ায় বসবাস করলেও দীর্ঘদিন ধরেই তিনি দুর্গাপুরে থাকতেন। প্রথমদিকে সক্রিয়ভাবে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। দুর্গাপুর পুরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে ৭ নম্বর (ইস্পাতনগরী এলাকা) ওয়ার্ডে প্রার্থী করে। জেতার পর তাঁকে পুরসভার জল দফতরের মেয়র পরিষদ সদস্য করা হয়। সহকর্মী থেকে সাধারন মানুষ সবার সঙ্গেই তিনি খুব সহজভাবেই মিশতেন। কাজের ক্ষেত্রেও তিনি ছিলেন দায়িত্বশীল। তাঁর অকাল প্রয়াণে পুরসভার কর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।