
ডেটলাইন দুর্গাপুরঃ আগামী ২৬ আগস্ট থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় যোগ দিতে মঙ্গলবার দুর্গাপুর স্টেশন থেকে রওনা দিল পশ্চিম বর্ধমান জেলার ১৫ জন খেলোয়াড়। এদের মধ্যে দুর্গাপুরের ৭ জন খেলোয়াড় রয়েছেন। এরা সবাই দুর্গাপুরের সাগরভাঙার বাসিন্দা। এরা হলেন-যথাক্রমে ইমতিয়াজ খান, শেখ রাজা, শেখ সলমন, মৃত্যুঞ্জয় গোপ,করণ রাম, এম ডি সায়ম আলম ও চাঁদ রবি দাস। জেলা দলের প্রশিক্ষক ফিরোজ খান জানান, তিনি আশাবাদী তাঁর দলের অন্তত ৭ জন পদক পাবে। তার মধ্যে চারজনের সোনা পাওয়ার সম্ভাবনা আছে। গতবার হরিয়ানায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলা ভালো ফল করেছিল বলেও তিনি জানান। এদিন দুর্গাপুর স্টেশনে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে এদিন কোক ওভেন থানার পুলিশের পক্ষ থেকেও গোয়াগামী খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত, দুর্গাপুরের সাত জন খেলোয়াড়ের মধ্যে অনেকেরই পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়। তাদের পাশে থেকে অনেকটাই সহযোগিতা করেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন। এছাড়াও কোক ওভেন পুলিশের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা করা হয়েছে। গোয়ায় তারা যাতে সফল হয় তার জন্য শুভকামনা জানান পুলিশ আধিকারিকরা। দলের প্রশিক্ষক ফিরোজ খান জানান,গোয়ার এই প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য ট্রেনভাড়া এবং আনুসঙ্গিক খরচ বাবদ সরকারী সাবসিডি হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৭ হাজার ৩৬০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।














