আত্মরক্ষায় ক্যারাটের প্রশিক্ষণ দুর্গাপুরে

0
837

ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যের বেশ কিছু জায়গায় ছাত্রী ও মহিলাদের উপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সব মহলেই উদ্বেগ বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনার মোকাবিলায় পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশের পাশাপাশি বিভিন্ন স্কুলে ও অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্রীদের ও মেয়েদের মধ্যে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখার উপর বিশেষ জোর দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রচুর স্কুলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্যারাটের একাধিক সংস্থা রয়েছে তারাও বিভিন্ন এলাকায় মেয়েদের মধ্যে ক্যারাটের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। কিছুদিন আগেই দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকায় একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর ক্যারাটে জিমনাসিয়াম, ইউথ দুর্গাপুর কারাটে একাডেমী এবং হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্যোগে সেই ক্যারাটে শিবিরে ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়।

এদিন ইস্পাতনগরীর রানাপ্রতাপ রোডে ক্যারাটে শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। মোট ২০০ জন এখানে পরীক্ষা দেয় এবং ৩০ জন শিক্ষক তাদের পরীক্ষা নেন। এই বিশেষ শিবিরের উদ্যোক্তা ছিলেন রানা প্রতাপ রোডের ডিএসএ ক্লাবের ক্যারাটে প্রশিক্ষক পিনাকী ঘোষ। এছাড়াও এখানে ছিলেন হিউম্যান রাইটস দুর্গাপুর ক্যারাটে জিমনাসিয়ামের ইন্সট্রাক্টর মহম্মদ জাহিদ পারভেজ,হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং,সাংসুই শিক্ষক মিহির বাগ প্রমূখ। বক্তারা অংশগ্রহনকারী ক্যারাটে শিক্ষার্থীদের বলেন, যে কোন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য আত্মরক্ষা করতে হলে এই ক্যারাটে শিক্ষা জীবনে চলার পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here