ডেটলাইন দুর্গাপুরঃ আগামী ২৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহন হবে আসানসোল দুর্গাপুরসহ আরও কিছু কেন্দ্রে। তার জন্য এই মূহুর্তে চূড়ান্ত ব্যস্ত মহকুমা প্রশাসন। বিশেষ করে এবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন বুথে গিয়ে ইভিএম মেশিনের পাশাপাশি নতুন সংযোজন ভিভিপ্যাটের ব্যবহার সম্পর্কেও ভোটারদের সচেতন করে চলেছেন প্রশাসনিক কর্তারা। সঙ্গে যাচ্ছেন খোদ মহকুমা শাসকও। এবারের নির্বাচনে যেমন কয়েক লক্ষ নতুন ভোটার রয়েছেন তেমনই রয়েছেন বেশ কিছু শতায়ু প্রবীন ভোটারও। এরকমই একজন ভোটার হলেন দুর্গাপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নেতাজী নগর কলোনির বাসিন্দা শেফালী সমাদ্দার। তাঁর বয়স ১০৩। দেশের প্রথমবারের নির্বাচন থেকেই তিনি ভোট দিয়ে আসছেন। আগামী ২৯ এপ্রিলও তিনি ভোট দেবেন। প্রবীন এই ভোটারকে শ্রদ্ধা ও সম্মান জানাতে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে আজ সোজা উপস্থিত হয়েছিলেন শেফালীদেবীর বাড়িতে। সেখানে তাঁকে পুস্প স্তবক দিয়ে সম্মান জানান মহকুমা শাসক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শেফালীদেবীর বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা। আর শেফালীদেবীর বাড়ির লোকজনেরাও খুশি। মহকুমা শাসক জানিয়েছেন,এই ধরনের প্রবীন ভোটারদের যাতে ভোট দিতে কোন সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। জানা গেছে,দুর্গাপুরে আরও দুজন এরকম শতায়ু ভোটার রয়েছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...