ডেটলাইন দুর্গাপুরঃ চাকরী থেকে অবসর নেওয়ার পর কেটে গেছে প্রায় দেড় দশক। এই সময়ে প্রতি মাসে নিয়মমতোই তিনি পেনশনকালিন ভাতা পাচ্ছিলেন আর তাতেই চলছিল সংসার। কিন্তু বিপদ ডেকে আনল আধার কার্ড। দুই হাতের আঙুল বিকৃত তাই হয়নি আধার কার্ড আর সে কারণেই বন্ধ হয়ে গেছে অবসরকালীন পেনশন ভাতা। ঘটনাটি অন্ডাল ব্লকের খান্দরা কাজোড়া এলাকার। ভুক্তভোগীর নাম হরি অপত(৭৫)। কাজ করতেন রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএলের খান্দরা কোলিয়ারিতে। ১৯৯৮ সালে তিনি স্বেচ্ছায় অবসর নেন কাজ থেকে। তার পর শুরু হয় পেনশন। সেই পেনশনের টাকায় এতদিন ভরসা ছিল সংসারের। কিন্তু মার্চ মাসে সেই পেনশন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হল পেনশন জানতে চাওয়াতে হরি বাবু বলেন, তাঁর হাতের দশটা আঙুল বিকৃত। তাই অনেকবার চেষ্টা করেও আধার কার্ড হয়নি। তাই সেই কারণেই বন্ধ হয়ে গেছে পেনশন। পেনশনের টাকা বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন হরিবাবু ও তাঁর পরিবার। রাজনৈতিক দলের নেতা থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা না হওয়ায় বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন ইসিএলের এই অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মী ও তার পরিবারের লোকজনেরা। তিনি এখন চাইছেন যেভাবেই হোক তার পেনশন যেন ফের চালু হয়।
Latest article
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...














