স্কুলের সাফল্য নিয়ে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের তথ্যচিত্র

0
924

ডেটলাইন দুর্গাপুরঃ সরকারী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যতই বিতর্ক ও প্রশ্ন থাকুক না কেন, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে সেই স্কুলকেও যে এক অন্য মাত্রা দেওয়া যায়,সেটাই দেখা গেছে দুর্গাপুরের অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠান নেপালিপাড়া হিন্দি হাই স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ ও শিক্ষার মান ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যেই সেরা স্কুলের পুরষ্কার মিলেছে। এছাড়াও বিগত সময়ে জেলা ও রাজ্যের মধ্য সেরার শিরোপা পেয়েছে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল। প্রধান শিক্ষক ড.কলিমূল হক শিক্ষারত্ন এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই সাফল্যের নেপথ্যে অন্যান্য শিক্ষক শিক্ষিকা,অশিক্ষক কর্মীসহ ছাত্রছাত্রী ও আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সাফল্যের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে একটি তথ্যচিত্র তৈরি করেছে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ। বুধবার স্কুলের অডিটোরিয়ামে সেই তথ্যচিত্রের প্রিমিয়ার শো আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ মজুমদার, মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী, মেয়র পারিষদ (শিক্ষা) অঙ্কিতা চৌধুরীসহ বিশিষ্ট অতিথিরা। এই তথ্যচিত্রে স্কুলের সফল্যের পিছনে শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী, পড়ুয়াদের মেধা ও স্কুলের পরিকাঠামোকে তুলে ধরা হয়েছে। বিধায়ক প্রদীপ মজুমদার এসব দেখে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ও পড়ুয়াদের প্রশংসা করার পাশাপাশি গর্ব করে বলেন, চার হাজার দুশো ছাত্রছাত্রী নিয়ে চলা এই স্কুলের সামগ্রিক পরিবেশ বাস্তবিকই আমাদের কাছে গর্বের বিষয়। প্রধান শিক্ষক ড.কলিমূল হক জানান,একটি বেসরকারী সংস্থার অধির্কতা সম্প্রতি আমাদের স্কুল পরিদর্শন করার পর তিনিই স্কুলের উপর একটি ডকুমেন্টরি তৈরী করতে বলেন। তারপরই এই কাজে আমরা উদ্যোগী হই। তিনি তাঁর স্কুলের উন্নয়নে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here