শুধু জাতীয় পতাকা তুললেই হবে না,তার মর্যাদাও রাখতে হবে

0
2664

ডেটলাইন ডেস্কঃ দেখতে দেখতে আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির বয়স ৭২ হয়ে গেল। প্রতি বছরই এই দিনটি উপলক্ষে দেশের প্রতিটি প্রান্তে সরকারী ও বেসরকারী উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করে মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হয়। কিন্তু অনেকেই আমরা জানি না জাতীয় পতাকা উত্তোলন ও তার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে। তা মানা না হলে দেশেরই অপমান হয়। এটা সর্বদাই আমাদের সকলকে মনে রাখা দরকার। ভারতীয় আইন অনুসারে জাতীয় পতাকার ব্যবহার সর্বদা “মর্যাদা, আনুগত্য ও সম্মান” (“dignity, loyalty and respect”) সহকারে হওয়া উচিত। “প্রতীক ও নাম (অপব্যবহার রোধ) আইন, ১৯৫০” (“The Emblems and Names (Prevention of Improper Use) Act, 1950”) অনুসারে জারি করা “ভারতীয় পতাকা বিধি – ২০০২” (“Flag Code of India – 2002”) পতাকার প্রদর্শনী ও ব্যবহার সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা বহন করে। সরকারি বিধিতে বলা হয়েছে, জাতীয় পতাকা কখনই মাটি বা জল স্পর্শ করবে না। এটিকে টেবিলক্লথ হিসেবে বা কোনো প্লাটফর্মের উপর আচ্ছাদন হিসেবে ব্যবহার করা যায় না। জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি, নামলিপি বা শিলান্যাস প্রস্তর ঢাকা বা মুরে রাখা যায় না। ২০০৫ সাল পর্যন্ত জাতীয় পতাকা বস্ত্র, উর্দি বা সাজপোষাক হিসেবে ব্যবহার করা যেত না। ২০০৫ সালের ৫ জুলাই সরকার পতাকাবিধি সংশোধন করে বস্ত্র বা উর্দি হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। যদিও নিম্নাবরণ বা অন্তর্বাস হিসেবে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি আছে। এছাড়াও বালিশের কভার বা গলায় বাঁধার রুমালে জাতীয় পতাকা বা অন্য কোনো প্রতীকচিহ্ন অঙ্কণ করা নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে উলটো অবস্থায় পতাকা উত্তোলন, কোনো তরলে ডোবানো বা উত্তোলনের আগে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু তাতে বাঁধা বা পতাকাগাত্রে কোনো কিছু লেখাও জাতীয় পতাকার অবমাননারই সামিল। সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের আগে তা নামিয়ে ফেলা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনে অবশ্য রাতেও জাতীয় পতাকা লাগানো থাকে। জাতীয় পতাকা কখনই উলটো অবস্থায় বর্ণনা করা, প্রদর্শিত করা, বা উত্তোলন করা উচিৎ নয়। প্রথা অনুসারে পতাকাটিকে ৯০ ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না। কোনো ব্যক্তি যেন পতাকাকে উপর থেকে নিচে ও বাঁদিক থেকে ডান দিকে বইয়ের পাতার মতো “পড়তে” পারেন এবং আবর্তিত হওয়ার পরও যেন এই বৈশিষ্ট্যের ব্যাতিক্রম না হয়। ছেঁড়া বা নোংরা অবস্থায় পতাকার প্রদর্শনী অপমানজনক। পতাকাদণ্ড বা উত্তোলন রজ্জুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পতাকা শুধু উত্তোলনই নয়,ভারতবাসী হিসেবে এই সব নিয়মকানুনও আমাদের জানা এবং অবশ্যই মেনে চলা কর্তব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here