ডেটলাইন দুর্গাপুরঃ আর মাত্র দুদিন। তারপরেই দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই তাঁর সভাস্থল ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে এখন সাজো সাজো রব। ঘনঘন এখানে পরিদর্শনে আসছেন বিজেপির নেতা কর্মীরা। তদারকি চলছে মঞ্চ থেকে দর্শকদের বসার জায়গা ঠিক করা।
সেই সঙ্গে চলছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা। এদিন সকালের দিকেই নেহেরু স্টেডিয়ামে চলে আসেন এসপিজির আইজি অমিতকুমার কুম্বলে। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তাবাহিনীর আধিকারিকরাও। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক মোদিসহ অন্য পুলিশ কর্তারাও ছিলেন। সভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তারা। এদিন এসপিজির আইজি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সব মিলিয়ে নেহেরু স্টেডিয়াম এবং তার পার্শ্ববর্তী এলাকা এখন পুরোপুরি এসপিজির নজরবন্দি বলা যায়।