অবশেষে রাজ্যে পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু

0
835

ডেটলাইন পূর্ব বর্ধমানঃ আইনি জটিলতা নেই, এমন পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের প্রক্রিয়া এবার শুরু করল রাজ্য। পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৮টি জেলা পরিষদ, ১২৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৬৩৮টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হল।  আটটি জেলা পরিষদ হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়া। পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন,যে সব জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আদালতের বিচারাধীন নয় শুধুমাত্র সেগুলিতেই বোর্ড গঠন করা হবে। তবে আদালতের বিচারাধীন পঞ্চায়েতগুলি নিয়ে তিনি কিছু বলতে চাননি। একই সঙ্গে তিনি বলেন, বোর্ড গঠন না হলেও এখনো পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েতে উন্নয়নের কাজের ক্ষেত্রে কোন সমস্যা হয়নি। শুক্রবার বর্ধমানে একশোয় একশ নামে একটি পত্রিকা প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, অবিভক্ত বর্ধমান বা অধুনা পূর্ব বর্ধমান গত কয়েকবছর ১০০ দিনের কাজে ধারাবাহিক সাফল্য পেয়েছে। রাজ্য তথা গোটা দেশের নিরিখে পূর্ব বর্ধমানে বেশি শ্রম দিবসের পাশাপাশি বেশি টাকাও খরচ হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here