ডেটলাইন দুর্গাপুর,২২ জুনঃ পুলিশের সামাজিক একটি প্রকল্প হল উৎসর্গ।রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ করে থাকে পুলিশ বিভাগ। সম্প্রতি,গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারী ব্লাড ব্যাঙ্কে স্বাভাবিক রক্ত সরবরাহে বিঘ্ন ঘটছে। যেহেতু মূমূর্ষ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে রক্ত বিশেষ ভাবে প্রয়োজন তাই, সরকারী ব্লাড ব্যাঙ্কে যাতে রক্ত সরবরাহ অব্যাহত থাকে সেই লক্ষ্যে পুলিশকর্মীরা উৎসর্গ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন থানা ও ফাঁড়িতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। রবিবার কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির উদ্যোগে স্থানীয় ডাক বাংলো এলাকায় আয়োজন করা হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান,শুধু আইন শৃঙ্খলার কাজেই পুলিশকর্মীরা ব্যস্ত থাকেন না,পাশাপাশি তারা যে সমাজের প্রতিও দায়বদ্ধে সেটা এই ধরনের কর্মসূচী থেকেই বোঝা যায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দা প্রমূখ।পুলিশ কর্মীরা ছাড়াও স্থানীয় লোকজনরাও রক্তদান করেন। মোট ৪০ জন রক্ত দেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। মলানদিঘি ফাঁড়ির আধিকারিক রাজেশ ভট্টাচার্য শিবিরে উপস্থিত সকল অতিথি ও রক্তাদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি মলানদিঘি ফাঁড়ি এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনাও দেওয়া হয়। এই ধরনের একটি উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
