লক ডাউন বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

0
712

ডেটলাইন নিউজ ডেস্কঃ সারা বিশ্বের সঙ্গে ভারতেও যেভাবে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এখনই লকডাউন তুলে নেওয়া যে উচিত হবে না সেটা জানাই ছিল। তাই প্রত্যাশা মতোই ১৪ এপ্রিল সময়সীমা পার হওয়ার আগেই আজ লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে এনিয়ে তিনি ভিডিও কনফারেন্স করেন। সেখানে বেশির ভাগ মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন এরাজ্যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে নবান্নে জানিয়ে দিয়েছেন। সকালের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে লকডাউনের মেয়াদ বাড়ানোর আরজি জানিয়েছিলেন দশটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরই এই ঘোষণা মমতার। তিনি আরও জানান, ৩০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা সরকারিভাবে জানিয়েছেন মোদি। এদিন নবান্নে তিনি জানিয়েছেন,বাংলায় আরও ছ’টি পজিটিভ কেস পাওয়া গেছে। মৃতের সংখ্যা ৫। মোট আক্রান্তের সংখ্যা ৯৫। যার মধ্যে ৭০টি কেস ১৬টি পরিবারের। এদিকে ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here