প্রয়াত ‘ভারতের কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর,রাজ্যে ১৫ দিন সুরসম্রাজ্ঞীর গান বাজবে

0
968

ডেটলাইন ওয়েব ডেস্কঃ ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন ‘ভারতের কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর। এই মহান শিল্পীর মহাপ্রয়াণে শুধু ‘একটি যুগের অবসান’ নয়,ভারতীয় সংস্কৃতিজগতের একাধিক যুগের অবসান ঘটল। চরম ক্ষতি হল ভারতীয় লঘুসঙ্গীত জগতের। ভারত সরকার লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও লতা মঙ্গেশকরের প্রয়াণে সোমবার (৭ ফেব্রুয়ারী) অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। সোমবার সমস্ত সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে সুরসম্রাজ্ঞীর গান বাজবে। ডেটলাইন বাংলা অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকেও এই মহান শিল্পীর প্রতি রইল আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here