ডেটলাইন দুর্গাপুরঃ অবশেষে ভোটের দিন চলে এলো। আগামী ২৯ এপ্রিল আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। নিয়ম মতো আজ শনিবার সেই নির্বাচনের জন্য সমস্ত প্রচার প্রক্রিয়া শেষ হল। সব রাজনৈতিক দলই শেষ মূহুর্ত পর্যন্ত তাদের প্রচার চালিয়েছে। তবে শেষ মূহুর্তে সবাইকে টেক্কা দিয়ে গেলেন দুর্গাপুর পুরসভার কাউন্সিলার তথা ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী। তার উদ্যোগেই এদিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙা এলাকায় তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচারে এসেছিলেন জনপ্রিয় বাংলা টিভি সিরিয়াল কৃষ্ণকলির নায়ক ও নায়িকা নিখিল ও শ্যামা। এদের আসল নাম অভিজিৎ ভট্টাচার্য ও তিয়াসা রায়। হুডখোলা গাড়িতে তাদের প্রচার দেখতে রাস্তায় ব্যাপক জনসমাগম হয়।
বিশেষ করে মহিলারা তাদের প্রিয় সিরিয়ালের নায়ক নায়িকা জুটিকে চোখের সামনে দেখতে পেয়ে ভিড় জমান। প্রতিদিন সন্ধ্যে হলেই বাড়ির মেয়েবৌরা টিভির সামনে বসে যান একাধিক বাংলা সিরিয়াল দেখতে। এগুলির মধ্যে গত বছরের জুন মাসে জি বাংলায় শুরু হয় ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটি। কিন্তু এরমধ্যেই এই সিরিয়ালের প্রধান দুই চরিত্র শ্যামা ও নিখিল দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।স্বাভাবিকভাবেই চোখের সামনে সেই শ্যামা ও নিখিলকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি রায়ডাঙা,নডিহা,শ্যামপুর,অরবিন্দপল্লি,বিদ্যাসাগরপল্লি,নারায়নপুর এলাকার মানুষ বিশেষ করে মহিলারা।
এদিন শ্যামা ও নিখিল প্রথমে রায়ডাঙার হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর হুডখোলা গাড়িতে প্রচারে বের হন। প্রচন্ড গরম উপেক্ষা করেই তাদের দেখতে রাস্তায় জনতার ভিড় ভেঙে পড়েছিল।