কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন

0
448

ডেটলাইন দূর্গাপুরঃ দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং দুর্গাপুর অবসর ও নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর-এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে আয়োজিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন। এই উপলক্ষে জাতীয় ঐক্য ও অখণ্ডতার ও সাম্প্রদায়িক সম্প্রীতির শপথ নেওয়া হয়। বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক আন্দোলনের নেতৃত্ব এখানে উপস্থিত হয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ। শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকান্ত চট্টোপাধ্যায়। উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে আগামী বছর বিদ্রোহী কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচী পালনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here