সঠিক পি এইচ ডি ডিগ্রীর তথ্য দেখালেন প্রধান শিক্ষক কলিমূল হক

0
926

ডেটলাইন দুর্গাপুরঃ ২০১৯ সালে পশ্চিম বর্ধমান জেলা থেকে একমাত্র ‘শিক্ষা রত্ন’ সম্মান পেয়েছিলেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক। এরপর তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পান। কিন্তু কয়েক মাস পরেই তাঁর পিএইচডি ডিগ্রী নকল বলে খবর সম্প্রচার করে একটি বৈদ্যুতিন মাধ্যম ও একটি দৈনিক সংবাদপত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিক্ষা মহলে। নেপালী পাড়া হিন্দী হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত ড.কলিমুল হক নিজেও বিচলিত হয়ে পরেন এবং তিনি পাল্টা চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন যে তাঁর বিরুদ্ধে এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনি একবার সাংবাদিক সম্মেলন করেছিলেন যেখানে তাঁর আইনজীবিও উপস্থিত ছিলেন। শুক্রবার তিনি সিটি সেন্টারে দুর্গাপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তাঁর মিথ্যে ডিগ্রির বিপক্ষে প্রমান হিসেবে তাঁর পাটনা বিশ্ববিদ্যালয়ে করা আরটি আই এর রিপোর্টের জবাব পেশ করেন।যে নথিতে রয়েছে যে কলিমুল হকের পিএইডি ডিগ্রী সম্পুর্ন সঠিক ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই তাঁকে এই ডিগ্রী প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট টিভি চ্যানেল ও সংবাদপত্রটির সিনিয়র এডিটর সহ জেলা প্রতিনিধি এবং যে ব্যাক্তি ওই নথি মিডিয়াকে দিয়েছিল, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here