ডেটলাইন দুর্গাপুরঃ এবারের শিক্ষক দিবসে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন সম্মানে ভূষিত করেছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ড.কলিমূল হককে। কলকাতায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে ড. কলিমূল হককে এই সম্মানে সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার কয়েক মাসের মধ্যেই আরও একটা সরকারী পুরস্কার পেতে চলেছে এই স্কুল। এবছর রাজ্যের সেরা স্কুল হিসেবে ‘যামিনী রায় পুরস্কার’-এর জন্য নির্বাচিত হয়েছে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। এদিনই রাজ্য শিক্ষা দফতরের পক্ষে সেই বার্তা স্কুলে পৌঁছাতেই শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনার সঞ্চার হয়। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে জেলার সেরা স্কুল হিসেবে ‘শিশু শিক্ষামিত্র’ পুরস্কার পায় এই স্কুল। এছাড়াও গত বছর সেরা স্কুলের দৌড়ে থেকেও শেষ পর্যন্ত চতুর্থ স্থান পেয়েছিল তারা। কিন্তু এবছর সেই স্বপ্ন সফল হওয়ায় খুশি প্রধান শিক্ষক ড.কলিমূল হক সহ অন্যান্য সব শিক্ষক শিক্ষিকারা। প্রসঙ্গত,২০১০ সালে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন ড.কলিমূল হক।
এরপর থেকেই তিনি স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলের পঠন-পাঠন থেকে পরিকাঠামোর বিশেষ উন্নতি ঘটে। আর এসবের কারনেই ড. কলিমূল হক যেমন শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন তেমনি তাঁর স্কুলও এবার রাজ্যের সেরা স্কুলের পুরস্কার পাচ্ছে। জানা গেছে, আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় শিক্ষা দফতরের অনুষ্ঠানে স্কুলকে এই পুরস্কার দেওয়া হবে।