ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো,কালীপুজো,দেওয়ালী ও ছট পুজো শেষ হয়ে গেলেও উৎসবের রেশ কিন্তু চলছেই।এবার জগদ্ধাত্রী পুজোতেমেতে ওঠার পালা।ঐতিহ্যের জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন ক্লাবও দীর্ঘদিন ধরেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে আসছে। বলা বাহুল্য ক্লাবগুলির পরিচালনাধীন জগদ্ধাত্রী পুজোগুলি দুর্গাপুরের অন্যতম আকর্ষণ।
প্রতি বছরের মতো এবছরও শহরের অন্যান্য অনেক ক্লাবের মতোই সাগরভাঙার ইউনাইটেড ক্লাবও মেতে উঠেছে জগদ্ধাত্রী আরাধনায়। স্বাভাবিক ভাবেই সাগরভাঙার ইউনাইটেড ক্লাবের এই জগদ্ধাত্রী পুজো বড়দের যেমন আকর্ষণ করেছে তেমনই ছোটদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। জগদ্ধাত্রী পুজো ঘিরে তাই সাগরভাঙার এই মন্ডপে যথেষ্ঠ দর্শক সমাগম হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই বছর ইউনাইটেড ক্লাবের জগদ্ধাত্রী পুজো ৩০ বছরে পদার্পণ করলো।পুজো কমিটির সম্পাদক সুরজিৎ জানা জানান এই পূজোকে ঘিরে সকলের মধ্যে থাকে বিশেষ উৎসবের উদ্দীপনা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে এই পূজোর কটা দিন আনন্দে মেতে উঠে সকলে।