বলিউড কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান

0
799

ডেটলাইন নিউজ ডেস্কঃ বুধবার সকালে মুম্বইয়ের কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছরের এই অভিনেতার অকাল প্রয়াণকে মেনে নিতে না পেরে শোক স্তব্ধ বলিউড। ২০১৮ সালে  তাঁর নিউরো এন্ডোক্রাইন টিউমার  ধরা পড়ার পর থেকেই অসুস্থ হয়ে পরেন ইরফান। লন্ডনের একটি  হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সুস্থ হয়ে দেশেও ফিরে আসেন এই প্রতিভাধর অভিনেতা। কিন্তু মঙ্গলবার থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় আবারও  তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ–তে ভর্তি ছিলেন তিনি। প্রসঙ্গত, গত শনিবারই জয়পুরে তাঁদের বাড়িতে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে ইরফানের মা সৈয়দা বেগমের। কিন্তু লকডাউন এবং শারীরিক অবস্থা খারাপ থাকায় মায়ের শেষকৃত্যে যেতে পারেননি ইরফান। ভিডিও কলেই মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। এই ঘটনাও তাঁকে কিছুটা মানসিক ধাক্কা দেয় বলে তাঁর ঘনিষ্ঠদের দাবি। হাসপাতালে তাঁর পাশেই ছিলেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার এবং তাঁদের দুই ছেলে। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তিনি এভাবে চলে যাবেন ভাবতেই পারছেন না অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, সলমন, দিপীকা, প্রিয়াঙ্কা চোপরা সহ বলি-তারকা ও পরিচালকরা। ১৯৮৮ সালে সালাম বোম্বে দিয়ে শুরু করার পর বিল্লু বারবার, লাঞ্চ বক্স, হাসিল, বকবুল ছবিতে খল চরিত্রে তিনি বিশেষ পারদর্শীতা দেখান। এরপর পিকু ছবি তাঁকে এক বিশেষ মাত্রা দেয়। তিনি বেশ কিছু বিদেশি ছবিতেও কাজ করেছেন। যেমন দ্য ওয়ারিযর, দ্য নেমসেক, নিউ ইয়র্ক আই লাভ ইউ, লাইফ অব পাই, লাইফ ইন আ মেট্রো প্রভৃতি। প্রায় ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০ এর বেশি ছবিতে কাজ করেছেন। ইরফান ‘ডুব’ নামে একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here