নারী দিবসে দুর্গাপুরে স্বেচ্ছায় রক্ত দিলেন নারীরা

0
1105

ডেটলাইন দুর্গাপুরঃ আজ ৮ মার্চ। সারা বিশ্বের সর্বত্রই এদিনটিকে আর্ন্তজাতিক মহিলা দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন নানা ধরনের কর্মসূচী বিভিন্ন জায়গায় পালন করা হয়। বিশেষ এই দিনটি উপলক্ষে অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতি সোসাইটির উদ্যোগে দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স ও ইন্ডাস্ট্রিস হলে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। মহিলা দিবস বলে শুধুমাত্র মহিলাদের নিয়ে ৩ বর্ষ স্বেচ্ছারক্তদান শিবিরের আয়োজন ছিল। শিবিরে মোট ৪০জন মহিলা রক্তদান করেছেন। এর মধ্যে ২১জন এবারই প্রথম রক্ত দিলেন। আরও অনেক মহিলা রক্তদানে আগ্রহী থাকলেও শারিরীক কারনে তাদের রক্ত নেওয়া যায়নি। শিবিরের পূর্ণাঙ্গ সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শিবিরের সূচনা হয় সুনীতা দত্ত ও তার মেয়ে সুমিতা দত্ত এবং দুই বোন ঈশিতা নায়েক ও একতা নায়েক’র রক্তদানের মাধ্যমে।রক্তদাতাদের মধ্যে ৯ জন আদিবাসী মহিলাও ছিলেন। বিশিষ্ট চিকিৎসক ডাঃ মানবেন্দ্র চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, বিশিষ্ট সাহিত্যিক নীহার বিশ্বাস, বিশিষ্ট কবি পার্থ প্রতিম কুন্ডু,সমাজসেবী সুদেব রায়,  জয়ন্ত দাস, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির  পক্ষে কাজল রায় ও রঞ্জন ব্যানার্জি,বিশিষ্ট আইনজীবী আইয়ূব আনসারী, বাচিক শিল্পী কাকলী রায় প্রমূখ উপস্থিত ছিলেন। শিবিরটির ক্ষেত্রে দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স ও ইন্ডাস্ট্রিস এবংমারোয়ারী যুব মঞ্চ সহযোগিতা করেছে। দুর্গাপুর অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতি সোসাইটির সম্পাদিকা সুলতা দাস ও ফেডারেশন অফ ব্লাড ডোনার অরগানাইজেশানস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here