ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থানে ক্লাব, সংগঠন,রাজনৈতিক কার্যালয়,জেলা ও মহকুমা প্রশাসনের পাশাপাশি পুলিশ থানা ফাঁড়ি গুলিতেও যথাযোগ্য মর্যাদায় দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুরের অন্যতম বড় থানা কোক ওভেন পুলিশের পক্ষ থেকেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। সমগ্র থানা চত্বর জাতীয় পতাকা ও বেলুন দিয়ে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন কোক ওভেন থানার ওসি মইনুল হক। কুচকাআওয়াজে অংশ নেন পুলিশ কর্মীরা। সকলকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা জানান কোক ওভেন থানার ওসি মইনুল হক।