ডেটলাইন স্পোর্টস ডেস্কঃ বিশাখাপত্তনমে ২০৩ রানের ব্যবধানে জয় ছিনিয় নিল ভারত। ম্যাচের নায়ক রোহিত শর্মা। দুই ইনিংসেই শতরান করেছেন। সেই সঙ্গে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।জয়ের জন্য এদিন ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট।অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে তুলতে হত ৩৮৪ রান। যাকরা প্রায় অসম্ভব ছিল। সেটা জেনেই ড্রয়ের চেষ্টা শুরুকরে আফ্রিকা। কিন্তু, শেষদিন শামির রিভার্স সুইং এবংজাদেজার বাঁহাতি স্পিন আফ্রিকান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দিল না। ভারতের হয়ে ৩৫ রানে ৫টি উইকেটপান মহম্মদ শামি। ৮৭ রানে ৪ উইকেট পান রবীন্দ্রজাদেজা। স্মরণীয় এই জয়ের দিনই নতুন রেকর্ডকরলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন তিনি। ৩৫০উইকেট নিতে তাঁর লাগল মাত্র ৬৬টি টেস্ট। মুথাইয়ামুরলীধরনের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক হলেনতিনি। মুরলীধরনও ৬৬ টেস্টেই ৩৫০ উইকেট পান।অশ্বিন প্রথম ইনিংসে সাত উইকেট তুলেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিয়েই গড়লেন নয়া রেকর্ড।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...