ডেটলাইন দুর্গাপুরঃ কোথাও রোগিদের মধ্যে ফল মিস্টি বিতরন,কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের বইখাতা ও বস্ত্র বিতরন। আবার কোথাও ফুটবল বা ক্রিকেটের জমাটি আসর। এই ভাবেই দুর্গাপুর শহর জুড়ে পালিত হল দেশের ৭২ তম স্বাধীনতা দিবস। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অনেক জায়গার মতো দুর্গাপুরের বেশ কিছু এলাকায় গতকাল মাঝরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নতুন জেলা হিসেবে পশ্চিম বর্ধমান আত্মপ্রকাশ করার পর এবারই প্রথম এই জেলাতে স্বাধীনতা দিবস পালন করা হল। দুর্গাপুর জুড়ে বিভিন্ন এলাকায় সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী নানা সংস্থার পক্ষ থেকেও দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচী পালন করা হয়। এদিন সকালে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক শ্রীকান্ত পল্লি। সিটি সেন্টারে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তীতেও তিনি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানান। সাংবাদিকদের সংগঠন সিটি সেন্টারে প্রেস ক্লাবেও জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক। দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারীর নেতৃত্বে এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ফল ও মিষ্টি বিতরনের পাশাপাশি সগরভাঙার নবদিগন্ত কলোনির শিশুদের পড়াশোনার উপকরন বিতরন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার তরফে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। আসানসোলেও যথাযোগ্য মর্জাদায়ে স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।














