ডেটলাইন কোলকাতাঃ পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে,ষষ্ঠ বেতন কমিশনের কাঠামো মেনেই বাড়বে রাজ্যের সরকারি কর্মচারিদের বেতনক্রম। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম বেসিক পে-র অঙ্ক বেড়ে দাঁড়াল ১৭০০০ টাকা। আগে এই বেসিক পে ছিল ৭ হাজার টাকা। গ্র্যাচুইটির অঙ্ক ৬ লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হচ্ছে। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মচারীদের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে। এদিন মুখ্যমন্ত্রী পূর্বতন বাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমানে রাজ্য সরকারকে প্রতি বছর প্রায় ৫০ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হয়। তারপরও সরকারি পেনশন প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। বাংলা ছাড়া দেশের আর কোনও রাজ্যেই এই প্রকল্প আর চালু নেই বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির বেহাল দশার জন্য তিনি কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেন। তবে পুজোর আগে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারী কর্মী ও তাদের পরিবার।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...