ডেটলাইন রানীগঞ্জঃ সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে সর্বদা তৎপর থাকার কারণে, বিশেষ সম্মান পেলেন দুর্গাপুরের শংকরপুর এলাকার বাসিন্দা মনোজ চক্রবর্তী। সামাজিক কাজকর্মের প্রতি মনোজবাবুর আন্তরিক ইচ্ছা ও উদ্যোগ দেখে তাঁকে হিউম্যান রাইটস কাউন্সিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছে। গতকাল এই সম্মানপ্রদান অনুষ্ঠানটি হয় রানীগঞ্জে। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সজল নন্দী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম বাউরী, অনুপ বাউরী। তারা মনোজবাবুকে সম্মানপত্র এবং স্তবক দিয়ে সম্বর্ধনা জানিয়ে হিউম্যান রাইটস পরিবারের সঙ্গে যুক্ত করেন। এই সম্মান পাওয়ার পর মনোজ চক্রবর্তী হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং এবং সজল নন্দীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এবার আরও উৎসাহের সঙ্গে তিনি সমাজের কাজ করতে পারবেন।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














