ডেটলাইন দুর্গাপুর: প্রতি বছরের মতো এবছরও ৮ মার্চ বিশ্ব জুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয়। এই উপলক্ষে হিউম্যান রাইটস এসোসিয়েটস অফ ইন্ডিয়ার দুর্গাপুর শাখার পক্ষ থেকেও এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। কাঁকসা ব্লকের এক প্রত্যন্ত জন বসতি এলাকা রানীশয়ের গ্রামে এদিন প্রায় ৫০০ মহিলা কে ন্যাপকিন, কিছু গরম কাপড় ও মিষ্টি প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুভজিৎ নিয়োগী,সম্পাদক সৌরভ আইচ এবং অন্যান্য সদস্যরা।
Home আসানসোল-দুর্গাপুর নারী দিবসে কাঁকসার রানীশয়ের গ্রামের মহিলাদের মধ্যে ন্যাপকিন ও পোশাক বিলি করল...