ডেটলাইন দুর্গাপুরঃ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে। সোমবার ছিল ভূগোল পরীক্ষা। তাড়াতাড়ি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে ভুলে যায় খুশবু কুমারী দুবে নামে নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের এক উচ্চ মাধ্যমিক ছাত্রী। তার সিট পড়েছিল দুর্গাপুর গার্লস হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর যখন সে দেখে অ্যাডমিট কার্ড আনা হয়নি তখন কিভাবে পরীক্ষায় বসবে তাই নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়ে যায় সে। ওই ছাত্রীর যখন কান্না প্রায় অবস্থা তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় কোক ওভেন থানার মনোজ পাল নামে এক সিভিক ভলান্টিয়ার। সে ওই ছাত্রীকে তার বাইক করে বাড়ি নিয়ে যায় এবং অ্যাডমিট কার্ড নিয়ে ওই ছাত্রীকে তার পরীক্ষা কেন্দ্রে যথা সময় পৌঁছে দেয়। এই ঘটনায় খুশবু ও তার পরিবারের লোকজনেরাও ওই সিভিক ভলান্টিয়ারকে কৃতজ্ঞতা জানান।
