বসন্তকালে নিম হলুদের উপকারিতা

0
1876

ডেটলাইন বাংলাঃ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরও স্বাস্থ্যের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ করা যায়। ঋতু পরিবর্তনের হাত ধরেই আসে নানা অসুখ বিসুখ। যেমন এই বসন্তকালে নানান শরীরের সমস্যা দেখা দেয়, এই সময় একটু সাবধানে থাকতে বলা হয়। কারণ এই সময়টা হল সিজন চেঞ্জের সময়। ঘরোয়া কিছু উপাদান থাকলে ভয় নেই, যেমন- নিম আর হলুদ। বসন্তকালে ব্যাবহার করা উচিত কচি নিমপাতা। নিমপাতা নানা গুনে ভরপুর। হাম ও বসন্তরোগের প্রতিষেধক হিসাবে নিমপাতা খুবই উপকারী। হলুদ ও নানা গুনে ভরপুর, যেমন- হলুদে থাকে ডায়েটারি ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট যার সাহায্যে নানান অসুখ দুর হয়, হলুদ হল জ্ঞান ও মহিলাদের সন্তানধারন ক্ষমতার প্রতীক হিসাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here