দুর্গাপুরে পালিত ৩০ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ

0
1096

ডেটলাইন দুর্গাপুরঃ  সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে এবং গাড়ি চালক ও সাধারন মানুষদের মধ্যে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যেই পালিত হয়ে আসছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন রাজ্যের অন্যান্য জায়গায় মতো দুর্গাপুরেও পালিত হয় ৩০ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন বিভিন্ন থানায় বিশেষ কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়।

দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের পরিচালনায় এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এখানে বিনা ব্যয়ে মূলত গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবির সম্পর্কে মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিক হরিশঙ্কর যাদব জানান,লরি ও ট্রাকের বহু চালক আছেন যাদের চোখের সমস্যাসহ আরও একাধিক শারীরিক সমস্যা থাকে। নানা কারনেই তারা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান না। ফলে গাড়ি চালানোর সময় সেই সমস্যাজনিত কারনে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে এদিন গাড়ির চালকদের অনেকেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। মলানদিঘির একটি বেসরকারী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন।

এখানে অবশ্য অনেক সাধারন মানুষও তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিকের এসিপি শাশ্বতী সামন্ত। এই ধরনের শিবিরের আয়োজন করার জন্য লরি চালকদের পাশাপাশি চিকিৎসা করাতে আসা সাধারন মানুষরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। একই দিনে ৩০ তম জাতীয় পথ নিরাপত্তা দিবস উপলক্ষ্যে পান্ডবেশ্বর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী পালন করা হয়। পথ নিরাপত্তা বিষয়ে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে পুলিশ কর্মীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,ক্লাবের সদস্যরা পদযাত্রায় অংশ নেন। উল্লেখ্য,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে  গাড়ির গতি মাপতে গতি মাপক যন্ত্র চালু করেছে। এখন পুলিশ এই যন্ত্রের সাহায্যে বেপরোয়া গাড়ির গতি পরিমাপ করে সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারছে। এছাড়া নিয়মিতভাবেই মানুষকে সচেতন করতে গাড়ি চালানোর সময় হেলমেট পরা ও চারচাকা গাড়িতে সিট বেল্ট পরার পরামর্শও দিয়ে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here